Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুলাই ২০২৪

জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, খুলনা -বরিশাল ডিভিশন, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন পরিদর্শন।


প্রকাশন তারিখ : 2024-07-16

                             জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, খুলনা-বরিশাল ডিভিশন, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা  মহোদয় ১৬/৭/২০২৪ খ্রিঃ তারিখ ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও জোন কার্যালয় পরিদর্শনের উদ্দেশ্য পুলিশ অফিসার্স মেস (সঞ্চিতা, খালিশপুর) খুলনা পৌঁছালে স্যারকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়নের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। এরপর ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও জোন কার্যালয় পরিদর্শনের উদ্দেশ্য ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন কার্যালয়, বয়রা, খুলনা পৌঁছালে স্যারকে জনাব মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ) এর নেতৃত্বে  একটি দল পরিদর্শন সালাম প্রদান করেন এবং ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যান সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন মহোদয় ও উপস্থাপনা করেন জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন। ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও জোনের সকল অফিসার ফোর্স বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে কল্যাণ বিষয়ক বক্তব্য আলাদা আলাদা ভাবে উপস্থাপন করেন। প্রধান অতিথি মহোদয় মনোযোগ সহকারে সবার বক্তব্য শ্রবণ শেষে উত্থাপিত বিষয় সমাধানের আশ্বাস দিয়ে সবার উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন। বিশেষ কল্যাণ সভা শেষে তিনি ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও জোন কার্যালয়ের বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক, অস্ত্রাগার, বিভাগীয় ভান্ডার কক্ষ পরিদর্শন করেন। ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও জোন কার্যালয় পরিদর্শন কালে রিজিয়ন ও জোনের পরিদর্শন বহিতে পরিদর্শন মন্তব্য প্রদান করেন।