ESOLVE'র উদ্যোগে ২৮ এপ্রিল ২০২৪খ্রিঃ তারিখে সিএসএস আভা সেন্টার, রূপসা, খুলনায় "Community Base Ecotourism" শীর্ষক ওয়ার্কসফ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ননী গোপাল মন্ডল, এমপি, খুলনা-১, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনা। এছাড়াও জনাব মিহির কুমার দে, বন সংরক্ষক, খুলনা সার্কেল, বাংলাদেশ ফরেস্ট বিভাগ, জনাব মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) (রেভিনিউ), খুলনা বিভাগ, জনাব মোঃ ইকবাল হোসেন, পরিচালক, পরিবেশ বিভাগ, খুলনা বিভাগ, সুন্দরবন ভিত্তিক বিভিন্ন রিসোর্ট ও হোটেলের প্রতিনিধি, ট্যুর অপারেটরস প্রতিনিধি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।