১৮ জানুয়ারি, ২০২৪ (বাসস)- মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী মধুমেলা। এ উপলক্ষে কপোতাক্ষ নদ পাড়ের সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চে নয় দিনব্যাপী আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্যান্ডেলে সার্কাস, যাদু প্রদর্শনী ও মৃতুকূপ খেলার পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা থাকছে। শিশুদের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন ও দর্শনার্থীদের নিরাপত্তার লক্ষ্যে মেলা প্রাঙ্গণে রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ।