ইতিহাস
বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে ট্যুরিস্ট পুলিশ গঠিত হয় ০৬ নভেম্বর ২০১৩খ্রিঃ তারিখে। ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে ট্যুরিস্ট পুলিশ বিধিমালা প্রণিত হয়, যা পাশ হয় ০৩ জুন ২০২০খ্রিঃ তারিখে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্যুরিজম বিকাশ এবং ট্যুরিস্ট সিকিউরিটি নিশ্চিত করার লক্ষে খুলনা বিভাগে ট্যুরিস্ট পুলিশের রিজিয়ন অফিস স্থাপন করা হয় ফেব্রুয়ারি/২০১৭খ্রিঃ। এর আগে নভেম্বর/২০১৬খ্রিঃ টুঙ্গিপাড়া জোন অফিস স্থাপন করা হয়। এছাড়া জুন/২০১৭খ্রিঃ কুষ্টিয়া জোন ও সুন্দরবন জোন, ডিসেম্বর/২০১৭খ্রিঃ সাতক্ষীরা জোন এবং জুলাই/২০১৮খ্রিঃ মেহেরপুর জোনের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ডিসেম্বর/২০১৮খ্রিঃ বাগেরহাট জোন এর কার্যক্রম শুরু হয়।
কার্যাবলী