Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৪

দর্শনীয় স্থানসমূহ

ক্রঃ নং শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
০১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স। থানাঃ- টুঙ্গিপাড়া, জেলা-গোপালঞ্জ। বাংলাদেশের যে কোন স্থান থেকে সড়ক পথে গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়া যাতায়াত করা যায়। -
০২ শেখ রাসেল পৌর শিশু পার্ক, টুঙ্গিপাড়া। থানাঃ- টুঙ্গিপাড়া, জেলা-গোপালঞ্জ। বাংলাদেশের যে কোন স্থান থেকে সড়ক পথে গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়া যাতায়াত করা যায়। -
০৩ শেখ রাসেল পৌর শিশু পার্ক, গোপালঞ্জ। লেক পার, গোপালগঞ্জ  পৌরসভা,  থানা + জেলাঃ- গোপালগঞ্জ। সড়কপথ- ঢাকা অথবা খুলনার দিক থেকে বাসযোগে গোপালগঞ্জ পুলিশ লাইন বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে মাহিন্দ্র বা অটোরিক্সা যোগে বঙ্গবন্ধু সড়ক হয়ে গোপালগঞ্জ শেখ রাসেল পৌর শিশু পার্ক। -
০৪ ষাট গম্বুজ মসজিদ। গ্রাম- সুন্দরঘোনা, থানা+জেলা- বাগেরহাট। খুলনা থোকে বাস যোগে বাগেরহাট যাওয়ার মহা-সড়কের উত্তর পার্শ্ব সংলগ্ন। -
০৫ খান জাহান আলী(রঃ) এর সমাধী(মাজার)। গ্রাম- ঠাকুরদিঘি, থানা+জেলা- বাগেরহাট। খুলনা থেকে বাস যোগে খানজাহান আলী দরগা গেটে নেমে পায়ে হেটে ১/৪ কি:মি: দক্ষিণে খানজাহান আলীর দীঘির উত্তর পারে এক গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ।  -
০৬ করমজল, সুন্দরবন।   করমজল, ঢাংমারী, মোংলা, বাগেরহাট।  ট্রেন বা পরিবহন যোগে খুলনা সোনাডাঙ্গা বাসষ্টান্ড হতে বাসযোগে মোংলা পিকনিক কর্ণার নদীর ঘাট/বাস ষ্টেশন, দূরুত্ব আনুমানিক (৬০ কি:মি:)। পিকনিক কর্ণার হতে জালিবোট/ট্রলার/লঞ্চ যোগে পশুর নদী দিয়ে আনুমানিক ৮কি:মি: দক্ষিণ দিকে সুন্দরবনের প্রবেশ দ্বার। -
০৭ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র। হাড়বাড়িয়া, মোংলা, বাগেরহাট।

ট্রেন বা পরিবহন যোগে খুলনা সোনাডাঙ্গা বাসষ্টান্ড হতে বাসযোগে মোংলা পিকনিক কর্ণার নদীর ঘাট/বাস ষ্টেশন, দূরুত্ব (৬০ কি:মি:) পিকনিক কর্ণার হতে জালিবোট/টলার/লঞ্চ যোগে পশুর নদী দিয়া আনুমানিক ১২/১৩কি:মি: দক্ষিণ দিকে হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র।

পদ্মা নদীর ওপার হতে মাওয়া ফেরী পার হয়ে গোপালগঞ্জের মধ্যে দিয়ে বাগেরহাট নোয়াপাড়া মোড় হতে ডান দিকে কাঁটাখালি মোড় (৫/৬ কি:মি:)। কাঁটাখালি মোড় হতে পুনরায় বামদিকে মোংলা রোড ধরে মোংলা পিকনিক কর্ণার/ট্যুরিস্ট ঘাট ৪০ কি:মি:। পিকনিক কর্ণার হতে হাড়বাড়িয়া জালিবোট/লঞ্চ/টলার যোগে ১২ কি:মি:।

 
০৮ সুন্দরবনের  কটকা সমুদ্র সৈকত। কটকা, শরণখোলা, বাগেরহাট।

ট্রেন বা পরিবহন যোগে খুলনা সোনাডাঙ্গা বাসষ্টান্ড হতে বাসযোগে মোংলা পিকনিক কর্ণার নদীর ঘাট/বাস ষ্টেশন, দূরুত্ব (৬০ কি:মি:) পিকনিক কর্ণার হতে ট্রলার/লঞ্চ/জাহাজ যোগে পশুর নদী দিয়া জয়মনি স্থান থেকে বামদিকে (পূর্বদিকে) শেওলানদী দিয়ে কটকায় যেতে হয়। মোংলা সমুদ্র বন্দর থেকে ৯০ কি:মি: দূরে অবস্থিত।

পদ্মা নদীর ওপার হতে মাওয়া ফেরী পার হয়ে গোপালগঞ্জের মধ্যে দিয়ে বাগেরহাট নোয়াপাড়া মোড় হতে ডান দিকে কাঁটাখালি মোড় (৫/৬ কি:মি:)। কাঁটাখালি মোড় হতে পুনরায় বামদিকে মোংলা রোড ধরে মোংলা পিকনিক কর্ণার/ট্যুরিস্ট ঘাট ৪০ কি:মি:। পিকনিক কর্ণার হতে করমজল জাহাজ/লঞ্চ/টলার যোগে আনুমানিক ৯০ কি:মি:। খুলনা থেকে ও বিভিন্ন ট্যুর অপারেটর কটকা অভিমুখী প্যাকেজ ট্যুরের আয়োজন করে থাকে।

-
০৯ হিরণ পয়েন্ট বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ লোনাবন সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারন্য। হিরণ পয়েন্ট এর আরেক নাম নীলকমল। প্রমত্তা কুঙ্গা নদীর পশ্চিম তীরে, খুলনা রেঞ্জে এর অবস্থান হিরণ পয়েন্ট, ইউনেস্কো ঘোষিত অন্যতম একটি বিশ্ব ঐতিহ্য (World Heitage) হিরণ পয়েন্ট, দাকোপ থানা, খুলনা।

ট্রেন বা পরিবহন যোগে খুলনা সোনাডাঙ্গা বাসষ্টান্ড হতে বাসযোগে মোংলা পিকনিক কর্ণার নদীর ঘাট/বাস ষ্টেশন, দূরুত্ব (৬০ কি:মি:)। পিকনিক কর্ণার হতে জাহাজ/ট্রলার/লঞ্চ/স্পিড বোট যোগে পশুর নদী দিয়া আনুমানিক ১০০/১১০ কি:মি: দক্ষিণ দিকে হিরণপয়েন্ট। কুঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি বন বিভাগের একটি স্টেশন এবং মোংলা বন্দরের একটি পাইলট আছে। এছাড়া এখানে নৌ-বাহিনী ও কোস্ট গার্ডেরও ঘাটি আছে।

পদ্মা নদীর ওপার হতে মাওয়া ফেরী পার হয়ে গোপালগঞ্জের মধ্যে দিয়ে বাগেরহাট নোয়াপাড়া মোড় হতে ডান দিকে কাঁটাখালি মোড় (৫/৬ কি:মি:)। কাঁটাখালি মোড় হতে পুনরায় বামদিকে মোংলা রোড ধরে মোংলা পিকনিক কর্ণার/ট্যুরিস্ট ঘাট ৪০ কি:মি:। পিকনিক কর্ণার হতে করমজল জাহাজ/লঞ্চ/টলার যোগে আনুমানিক ১২০/১৩০ কি:মি:। এছাড়া খুলনা থেকে বিভিন্ন ট্যুর অপারেটরগণ হিরণ পয়েন্টমুখী প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে থাকে।

-
১০ দুবলার চর, সুন্দরবনের বঙ্গোপসাগরমুখী দক্ষিণ সীমান্তে অবস্থিত।  শরণ খোলা থানা, বাগেরহাট।

ট্রেন বা পরিবহন যোগে খুলনা সোনাডাঙ্গা বাসষ্টান্ড হতে বাসযোগে মোংলা পিকনিক কর্ণার নদীর ঘাট/বাস ষ্টেশন, দূরুত্ব (৬০ কি:মি:)। পিকনিক কর্ণার হতে জাহাজ/ট্রলার/লঞ্চ/স্পিড বোট যোগে পশুর নদী দিয়া আনুমানিক ১২০/১৩০ কি:মি: দক্ষিণ দিকে কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে (সাগরের মধ্যে)  কয়েকটি দ্বীপের সমন্বয়ে সুন্দরবনের অংশ কয়েকটি দ্বীপমালা।

পদ্মা নদীর ওপার হতে মাওয়া ফেরী পার হয়ে গোপালগঞ্জের মধ্যে দিয়ে বাগেরহাট নোয়াপাড়া মোড় হতে ডান দিকে কাঁটাখালি মোড় (৫/৬ কি:মি:)। কাঁটাখালি মোড় হতে পুনরায় বামদিকে মোংলা রোড ধরে মোংলা পিকনিক কর্ণার/ট্যুরিস্ট ঘাট ৪০ কি:মি:। পিকনিক কর্ণার হতে করমজল জাহাজ/লঞ্চ/টলার যোগে আনুমানিক ১২০/১৩০ কি:মি:। এছাড়া ও খুলনা থেকে বিভিন্ন ট্যুর অপারেটর প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে থাকে।

-
১১ কচিখালী, সমুদ্র সৈকত। কচিখালী শরণখোলা, বাগেরহাট।

ট্রেন বা পরিবহন যোগে খুলনা সোনাডাঙ্গা বাসষ্টান্ড হতে বাসযোগে মোংলা পিকনিক কর্ণার নদীর ঘাট/বাস ষ্টেশন, দূরুত্ব (৬০ কি:মি:)। পিকনিক কর্ণার হতে জাহাজ/ট্রলার/লঞ্চ/স্পিড বোট যোগে পশুর শেলা নদী দিয়ে আনুমানিক ১০৮/১১৮ কি:মি: দক্ষিণ দিকে কচিখালী সমুদ্র সৈকত। 

পদ্মা নদীর ওপার হতে মাওয়া ফেরী পার হয়ে গোপালগঞ্জের মধ্যে দিয়ে বাগেরহাট নোয়াপাড়া মোড় হতে ডান দিকে কাঁটাখালি মোড় (৫/৬ কি:মি:)। কাঁটাখালি মোড় হতে পুনরায় বামদিকে মোংলা রোড ধরে মোংলা পিকনিক কর্ণার/ট্যুরিস্ট ঘাট ৪২ কি:মি:। পিকনিক কর্ণার হতে কচিখালী লঞ্চ/টলার যোগে আনুমানিক ১০৮/১১৮ কি:মি: দক্ষিণ দিকে।

-
১২ সাতক্ষীরা জেলার সুন্দরবন। খুলনা জেলার দাকোপ, পাইকগাছা ও কয়রা এবং বাগেরহাট জেলার মোংলা ও শরণখোলা। সাতক্ষীরার, মুন্সিগঞ্জ ঘাট ও নীল ডুমর ঘাট থেকে ট্রলার/স্পীড বোড/লঞ্চ ইত্যাদি। -
১৩ আকাশ লীনা ইকো ট্যুরিজম সেন্টার। গ্রামঃ মুন্সিগঞ্জ, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা। সাতক্ষীরা জেলা সদর থেকে অনুমান ৪০/৪৫ কিঃ মিঃ দক্ষিণে কোল ঘেষে সড়ক পথে যাতায়াত যোগ্য। -
১৪ রবীন্দ্র কমপ্লেক্স (বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকাুরের শ্বশুরবাড়ি)। গ্রাম-দক্ষিণ ডিহি, থানা- ফুলতলা, জেলা- খুলনা। ঢাকা হতে বিমান যোগে যশোর। পরে বাসযোগে বেজের ডাঙ্গা নেমে অটো রিক্সা/ভ্যান যোগে গন্তব্যস্থল। ঢাকা বা রাজশাহী অঞ্চল হতে ট্রেন যোগে নোয়াপাড়া, অতঃপর বাস যোগে বেজের ডাঙ্গা ও পরে অটোরিক্সা/ভ্যান যোগে গন্তব্যস্থল। বরিশাল/সাতক্ষীরা অঞ্জল হতে বাস যোগে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, অতঃপর বাস যোগে ফুলতলা। পরে অটোরিক্সা/ভ্যান যোগে গন্তব্যস্থল। -
১৫ খানজাহান আলী সেতু (রূপসা সেতু)। সাং- লবনচরা, থানা- লবনচরা, জেলা- খুলনা। ঢাকা হতে বিমান যোগে যশোর/খুলনা। অতপর অটোরিক্সা যোগে রুপসা সেতু। ঢাকা ও রাজশাহী অঞ্চল হতে ট্রেন/বাস যোগে খুলনা। অতঃপর অটোরিক্সা যোগে খানজাহান আলী সেতু (রূপসা সেতু)। বরিশাল অঞ্চল হতে বাস যোগে সরাসরি রূপসা সেতু। সাতক্ষীরা অঞ্চল হতে বাস যোগে খুলনার জিরো পয়েন্ট। অতঃপর অটোরিক্সা/বাস যোগে রূপসা সেতু। -
১৬ পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা।  গ্রাম- পিঠাভোগ, থানা- রূপসা, জেলা- খুলনা। ঢাকা হতে বিমান যোগে যশোর। যশোর হতে বাস যোগে খুলনা। ঢাকা/রাজশাহী হতে রেল যোগে খুলনা। অতঃপর খুলনা হতে রূপসা ঘাট পার হয়ে টেম্পু যোগে কাজদিয়া বাজার ও পরে ভ্যান যোগে পিঠাভোগ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের বসতভিটা। বরিশাল অঞ্চল হতে বাস যোগে রূপসা/কুদিরবটতলা। অতঃপর ভ্যান যোগে কাজদিয়া ও পরে ভ্যান যোগে গন্তব্যস্থল। সাতক্ষীরা অঞ্চল হতে বাস যোগে খুলনা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড। অতঃপর রূপসা ঘাট ও ঘাট পার হয়ে টেম্পু যোগে কাজদিয়া বাজার ও পরে ভ্যান যোগে গন্তব্যস্থল। -
১৭ মেহেরপুর স্মৃতিসৌধ। কলেজ মোড়, থানা-সদর, জেলা- মেহেরপুর। মেহেরপুর বাস স্ট্যান্ড থেকে আনুমানিক ৩০০ মিটার পূর্ব দিকে পৌর কবর স্থানে সাথে অবস্থিত। ঢাকা হতে বাস যোগে মেহেরপুর বাস স্ট্যান্ডে নেমে পায়ে হেটে, অটোরিক্সা, মটরসাইকেল, প্রাইভেট গাড়ি যোগে যাতায়াত করা যায়। -
১৮ আমঝুপি/নীল কুঠি। গ্রাম- আমঝুপি, সদর থানা, মেহেরপুর। মেহেরপুর সদর থেকে আনুমানিক ০৬ কি:মি: পূর্ব দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা রোডের ডান পার্শে অবস্থিত। বাংলাদেশের যে কোন স্থান হতে বাস যোগে মেহেরপুর বাস স্ট্যান্ডে নেমে বাস, অটোরিক্সা, মটরসাইকেল, প্রাইভেট ইত্যাদি গাড়ি যোগে যাতায়াত করা যায়। -
১৯ লালন শাহের আখড়া (মাজার)। ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া। ঢাকা,যশোর,খুলনা বা দেশের অন্য যে কোন স্থান থেকে বাস বা ট্রেনযোগে কুষ্টিয়া আসা যায়।
কুষ্টিয়া থেকে স্থানীয়ভাবে যে কোন মাইক্রো, এবং অন্য ছোট যানবাহনে লালনের আখড়ায় যাওয়া যায়। (কুষ্টিয়া শহর হতে ৫কিঃমিঃ)।
-
২০ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠি বাড়ি। শিলাইদহ, খোরশেদ নগর, কুমারখালি, কুষ্টিয়া। বাস, মাইক্রো, সিএনজি ও ট্রেনযোগে বাংলাদেশের যে কোন স্থান থেকে কুষ্টিয়া আসা যায় এবং কুষ্টিয়া হতে সিএনজি,অটো কিংবা মাইক্রোযোগে শিলাইদহ কুঠিবাড়ি যাওয়া যায়। -
২১ সুলতান কমপ্লেক্স/এসএম সুলতানের বাড়ী/চিত্র শিল্পী লাল মিয়ার বাড়ী। গ্রাম- কুড়িগ্রাম, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল। সড়ক ও নৌপথ এখানে আসার যোগাযোগ মাধ্যম। সড়কপথে দেশের যেকোন প্রান্ত থেকে নড়াইলে পৌঁছে রিক্সা, ভ্যান, ইজিবাইকে করে সুলতান কমপ্লেক্সে যাওয়া যায়। এ ছাড়াও বিমান বা রেলপথে যশোরে অতঃপর বাস, মাইক্রোবাস বা প্রাইভেট কার যোগেও সুলতান কমপ্লেক্সে যাওয়া যায়। -
২২ আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগান। আদমকাঠী, নেছারাবাদ, পিরোজপুর।
যাতায়াত ব্যবস্থা (বিমান/বাস/ট্রেন/নৌ-পথ বা অন্য প্রচলিত ব্যবস্থাদি)ঃ বিমান যোগে- ঢাকা হইতে বিমান যোগে বরিশাল বিমানবন্দর নামতে হবে। বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড হইতে বাসযোগে, নেছারাবাদ বাসস্ট্যান্ড নামতে হবে বাসস্ট্যান্ড হইতে অটোরিক্সা/মটরসাইকেল যোগে কুড়িয়ানা পেয়ারা বাগান আসতে হবে। 
যশোর বিমান বন্দর হইতে বাস/প্রাইভেট গাড়ী যোগে আসা যাবে। খুলনা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হইতে বাস যোগে পিরোজপুর নেছারাবাদ বাসস্ট্যান্ড নামতে হবে। বাসস্ট্যান্ড হইতে অটোরিক্সা/মটর সাইকেল যোগে আটরা কুড়িয়ানা পেয়ারা বাগান আসতে হবে। নৌপথে- ঢাকা হইতে লঞ্চ যোগে নেছারাবাদ লঞ্চঘাট নামতে হবে। উপরে উল্লেখিত উপায়ে যাইতে হবে।
-
২৩ আটঘর কুড়িয়ানা ভাসমান বাজার। আদমকাঠী, নেছারাবাদ, পিরোজপুর।
বিমান যোগে- ঢাকা হইতে বিমান যোগে বরিশাল বিমান বন্দর হইতে বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড হইতে গাড়ী যোগে পিরোজপুর নেছারাবাদ বাসস্ট্যান্ড নেমে, অটোরিক্সা/মটর সাইকেল যোগে, কুড়িয়ানা এসে, আটরা কুড়িয়ানা ভাষমান বাজার আসতে হবে। 
যশোর বিমান বন্দর হইতে, খুলনা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড আসতে হবে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হইতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড নামতে হবে। পিরোজপুর হইতে নেছারাবাদ বাসে/ব্যক্তিগত গাড়ীতে নেছারাবাদ নামতে হবে। মটরসাইকেল/অটোরিক্সা যোগে উল্লেখিত উপায়ে যাইতে হবে। নৌ-পথে ঃ ঢাক হইতে লঞ্চ যোগে আসতে চাইলে লঞ্চ হইতে নেছারাবাদ লঞ্চঘাট নামতে হবে উপরে উল্লেখিত উপায়ে যাওয়া যাবে। অন্য যোগাযোগ ব্যবস্থা নেই।
 
২৪ গদখালী ফুলের বাগান/হাড়িয়া ফুলের বাগান/পানিসারা ফুলের মোড়। সাং- হাড়িয়া, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর। স্থানটিতে আসার একমাত্র যোগাযোগ মাধ্যম সড়কপথ। যদি কেহ সড়ক পথে আসতে চান তাহলে বাস, মাইক্রোবাস বা প্রাইভেটকার যোগে যশোর শহর অতিক্রম করে ঝিকরগাছা ২০কি:মি: দুরত্বে পৌছে সেখান থেকে বেনাপোল রোডে গদখালী বাসস্ট্যান্ড পৌছে দক্ষিণ দিকে ১০কি:মি: গেলেই গদখালী পানিসারা পুল ক্ষেত পাওয়া যাবে। যদি কোন দর্শনার্থী পাশর্^বর্তী দেশ ভারত থেকে বেনাপোল বর্ডার পার হয়ে উক্ত স্থানটিতে আসতে চান তাহলে বেনাপোল যশোর মহাসড়কের গদখালী বাসস্ট্যান্ড নেমে দক্ষিণ দিকে ১০কি:মি: গেলেই গদখালী ফুল বাগান পাবেন।  -
২৫ মহাকবি মাইকেল মধুসুধন দত্তের বাড়ি। “মধুপল্লী” সাগরদাড়িঁ, ইউপি- সাগরদাঁড়ি, থানা- কেশবপুর, জেলা-যশোর।  ট্রেন বা পরিবহন যোগে খুলনা ও সাতক্ষীরা নেমে বাস যোগে চুকনগর হয়ে ও বিমান ও পরিবহন যোগে যশোর নেমে বাস যোগে মনিরামপুর ও কেশবপুর হয়ে এবং স্থানীয় ভাবে প্রাইভেট, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিক্সভ্যান যোগে যাতায়াত করা যায়। -
২৬ ওড়াকান্দি ঠাকুর বাড়ী। গ্রাম-ওড়াকান্দি, থানা- কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ । সড়ক পথে- ঢাকা অথবা খুলনার দিক হতে বিশ্বরোড হয়ে বাসযোগে গোপালপুর বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে অটোরিক্সা অথবা মান্দ্রি যোগে রামদিয়া রাস্তাদিয়া আড়–য়াকান্দি বাজার হয়ে ওড়াকান্দি ঠাকুর বাড়ী। -
২৭ জমিদার গিরীশ চন্দ্র সেনের বাড়ী। গ্রাম+থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ । সড়ক পথ- খুলনার দিক হইতে বাসযোগে গোপালগঞ্জ হয়ে কাশিয়ানী ভাটিয়াপাড় বাসস্ট্যান্ড নেমে অটোরিক্সা বা ভ্যানযোগে কাশিয়ানী বাইপাস রোড দিয়ে কাশিয়ানী বাজার হয়ে নিরাময় ক্লিনিকের দক্ষিণ পশ্চিম পার্শ্বে গিরীশ সেনের বাড়ী। -
২৮ অনন্যা চন্দ্রা ঘাট । গোপালগঞ্জ উপজেলা পরিষদভুক্ত ( উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভিতরে), থানা + জেলা - গোপালগঞ্জ। সড়কপথ- ঢাকা অথবা খুলনার দিক থেকে বাসযোগে গোপালগঞ্জ পুলিশ লাইন বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে মাহিন্দ্র বা অটোরিক্সা যোগে বঙ্গবন্ধু সড়ক হয়ে গোপালগঞ্জ সদর উপজেলা সংলগ্ন অনন্য চন্দ্রা ঘাট। -
২৯ উলপুর  জমিদার বাড়ী। গ্রাম-উলপুর, থানা + জেলা - গোপালগঞ্জ। ঢাকা অথবা খুলনার দিক থেকে বাসযোগে এসে গোপালগঞ্জ পুলিশ লাইন বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে অটোরিক্সা বা মাহিন্দ্র যোগে উলপুর গ্রামের উলপুর জমিদার বাড়ী। -
৩০       -

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon