বাংলা মায়ের বুকে বিজয় কেতন ওড়ে, তাই খুশির সীমা নাই।
বিজয়ের তেপ্পান্ন বছর পরেও তাই আমরা যে গুণ গাই।
জীবন বাজি রেখে যারা অস্ত্র ধরে ছিলো, দেশের জন্য যারা নির্যাতিত,
যারা হারালো প্রিয়জন মা— বাবা— বোন— ভাই,
তাদের আত্মত্যাগে, ষোলই ডিসেম্বরে বীরদর্পে বিজয় এসেছিলো;
বাংলাদেশের উন্মুক্ত প্রান্তরে বিজয় কেতন ওড়ে।
হে, ১৬ ই ডিসেম্বর। তুমি আজ মহান বিজয়ের মহা উল্লাস। তুমি কোটি বাঙালির হৃদয়ের উদ্দীপ্ত অহংকার।"
অদ্য ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রি. মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে খুলনা জেলার অর্ন্তগত গল্লামারী বদ্ধভূমিতে ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়নের পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিজিয়ন ও জোনের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।