অদ্য ৩০ অক্টোবর ২০২৪ তারিখে টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান আগত পর্যটকদের সুন্দরবন ভ্রমণের কয়েকটি লঞ্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সম্মানিত পুলিশ সুপার মহোদয় সুন্দরবন ভ্রমণের লঞ্চ গুলোর গুণগতমান, ভ্রমণের নিয়ম কানুন, পর্যটকদের জন্য আবাসন ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক, পুলিশ সদস্য এবং লঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বরত সদস্যবৃন্দ।