Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুন ২০২৪

“Tourism Management & Security Issue” শীর্ষক কোর্স সংক্রান্ত।


প্রকাশন তারিখ : 2024-05-29

ট্যুরিস্ট পুলিশ ট্রেনিং সেন্টার, ঢাকা’র পরিচালনায় এবং ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনা’র আয়োজনে কনস্টেবল হতে এএসআই পর্যন্ত পুলিশ সদস্যদের “Tourism Management & Security Issue” শীর্ষক ০১(এক) সপ্তাহ মেয়াদী কোর্স খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, বয়রা, খুলনা’য় ০২-০৬-২০২৪খ্রিঃ হতে ০৬-০৬-২০২৪খ্রিঃ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ০২-০৬-২০২৪খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় জনাব মীর রেজাউল আলম, বিপিএম (বার), অতিরিক্ত আইজি, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ মহোদয় ভার্চুয়ালি উক্ত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করবেন।