ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন কর্তৃক সুন্দরবন দিবস উদযাপনঃ
১৪ ফেব্রুয়ারী, সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন কর্তৃক মোংলা, বাগেরহাটে বিশেষ র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনছার উদ্দিন, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শেখ আব্দুর রহমান, মেয়র, মোংলা পোর্ট ও জনাব কে এম আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ, মোংলা থানা।
পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় দিনটি উদযাপন উপলক্ষে বলেন যে, সুন্দরবনের জীববৈচিত্র সুরক্ষায় সকলের সমন্বিত ভূমিকা পালন করা প্রয়োজন। একক কোন ইউনিট বা সংস্থার দ্বারা সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণ করা সম্ভব নয়। জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে সকলকে সহযোগীতার জন্য এগিয়ে আসতে হবে। তাছাড়া সুন্দরবন প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে, তাই সুন্দরবনকে সুরক্ষিত রাখার দায়িত্ব সবার। বিশেষ অতিথি মোংলা পোর্ট পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শেখ আব্দুর রহমান বলেন যে, সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। বিভিন্নভাবে আমরা আমাদের এই সম্পদকে ক্ষতিগ্রস্থ করে আসছি। প্রতিনিয়ত আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সুন্দরবন ধ্বংসের সংবাদ পেয়ে থাকি। তাই সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরী। উক্ত র্যালীতে স্টোকহোল্ডার, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।